যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমে শুরু হওয়া দাবানলটি মৌসুমি প্রবল বাতাসের কারণে ফসলি জমি ও বসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই দাবানলে গত দুই দিনে ১৩২টি স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানান স্থানীয় দমকল কর্মকর্তারা।
ভেনচুরা কাউন্টি ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন টনি ম্যাকহেল জানান, আগুন থেকে উড়ে আসা ছাইয়ে ৩ দশমিক ২ কিলোমিটার দূরের বাড়িতে আগুন ধরে গেছে।
গত বুধবার (৬ নভেম্বর) একটি পাহাড়ি উপত্যকায় দাবানলটি শুরু হয় এবং মৌসুমী বাতাসের প্রভাবে পশ্চিমে ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন নাগরিক আহত হয়েছেন এবং অনেক ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে, যোগ করেন ম্যাকহেল।
কর্তৃপক্ষ জানায়, বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রচুর ঘাস এবং ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। যার ফলে এখন পর্যন্ত আট হাজার ৯৪ হেক্টর এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভেনচুরা কাউন্টি ফায়ার বিভাগের কর্মকর্তারা জানান, এই এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বাসস্থান পুড়ে গেছে। ধ্বংসযজ্ঞ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় কয়েকদিনের মধ্যে দাবানল কমে আসবে বলে আশা করা হচ্ছে।
এই দাবানল পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক তা বোঝানোর জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা ‘রেড ফ্ল্যাগ সিগন্যাল’ এবং ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ সতর্কতা জারি করেছেন।
তারা জানান, গত দুই বছরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উদ্ভিদের বিস্তৃতি অনেক বেড়েছে। তবে এখন গ্রীষ্মের পর এসব উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ বিভাগ প্রবল বাতাসের কারণে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন থেকে নতুন করে আগুনের সৃষ্টি না হয়।
যুক্তরাষ্ট্রে এ বছর দাবানল পরিস্থিতি অত্যন্ত খারাপ। এতে এখন পর্যন্ত ৩ দশমিক ৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে। যা গত ১০ বছরের গড়ের তুলনায় বেশি। সূত্র: আল-জাজিরা
তাওফিক/অমিয়/