পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।
কোয়েটার সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ বালচ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের আগে একটি ট্রেন স্টেশন ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।
উদ্ধারকারী দলের প্রধান জিসান এ বিষয়ে বলেন, ‘বিস্ফোরণটি রেলওয়ে স্টেশনের অভ্যন্তরে ঘটেছে।’
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্ড বলেন, পুলিশ এবং অন্যান্য সামরিক ও উদ্ধারকারী বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বোমা নিরোধক স্কোয়াড বিস্ফোরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। তাদের কাছে দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, ‘সাধারণ মানুষকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ জনগণ বিশেষ করে নারী, শিশু এবং শ্রমিকদের ওপর হামলা চালাচ্ছে। যারা এসব করছে তারা ক্ষমার যোগ্য নয়।’
মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের মানুষ বলা যাবে না। তারা পশুর চেয়েও অধম।
তিনি এ সময় বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং বেলুচিস্তান থেকে আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। সূত্র: দ্য ডন
সুমন বিশ্বাস/অমিয়/
24 killed, at least 50 injured in blast at Quetta Railway Station