লেবাননে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট তিন হাজার ১১৭ জন নিহত এবং ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গত শুক্রবারও দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে, তবে এতে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।
তবে হামলা চালানোর আগে শহরের দক্ষিণাঞ্চলীয় উপনগরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইসরায়েলি বিমান বৈরুতের লেবানিজ ইউনিভার্সিটি, বারজ আল-বরাজন ও আল-জামাউস এলাকায় হামলা চালায়।
স্থানীয় সংবাদ সংস্থা জানায়, বৈরুতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। পরে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া শহরের কিছু অংশে ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ উত্তর গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা:
বিশ্ব খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি কমিটি ‘দ্য ইন্ডিপেনডেন্ট ফ্যামিন রিভিউ কমিটি’ সতর্ক করে বলেছেন, গাজায় এক মাসব্যাপী ইসরায়েলের সামরিক অবরোধ চলছে। উত্তর গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে কিছুদিনের মধ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই বিপর্যয় থেকে মুক্তি দিতে দ্রুতই ব্যবস্থা নিতে হবে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই শিশু এবং নারী। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৩ হাজার ৫০৮ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ দুই হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি অপহৃত হয়েছে। সূত্র: আল-জাজিরা
তাওফিক/অমিয়/