যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হারের জন্য জো বাইডেনকে দায়ি করেছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।
শুক্রবার (৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী এই রাজনীতিবিদ বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন আরও আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালে অন্য প্রার্থীরাও সুযোগ পেতেন।’
এর আগে গত জুলাই মাসে বাইডেন যুক্তরাষ্ট্রের ৬০তম নির্বাচন থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
পেলোসি বলেন, ‘বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ অসম্ভব হয়ে পড়ে। যদি সবকিছু আরও আগে ঘটত, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কমলা যোগ্য প্রার্থী হিসেবেই লড়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মনোনয়ন পেলে তিনি আরও আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন।’
এদিকে হ্যারিসের সমর্থকরাও ডেমোক্র্যাটদের হারের পেছনে বাইডেনকেই দায়ি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ডেমোক্র্যাট নির্বাচনি প্রচারক বলেন, ‘প্রচারণায় আমরা কোনো খামতি রাখিনি। একমাত্র বাইডেনের কারণেই হ্যারিস ও ডেমোক্র্যাটরা এবার হেরেছেন।’
এ দিকে বাইডেনের সমর্থক এক নির্বাচনি প্রচারক বলেন, ‘হারার পর কমলা অজুহাত দেখাচ্ছেন। এক মিলিয়ন ডলার খরচ করার পরেও কেউ হেরে গেলে দায় তার নিজেরই।’ সূত্র: বিবিসি
নাইমুর/পপি/