সিরিয়ার পতিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের সমাধি পুড়িয়ে ধ্বংস করেছে বিদ্রোহী যোদ্ধারা।
বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া অঞ্চলের কারদাহ শহরে এই ঘটনা ঘটে।
সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র যোদ্ধারা পুড়তে থাকা সমাধির চারপাশে চিৎকার করে হাঁটছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।
এই বিদ্রোহীরাই ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ায় দ্রুত আক্রমণ চালিয়ে আসাদ-বংশের ৫৪ বছরের শাসনের অবসান ঘটায়।
বাশার আল-আসাদ বর্তমানে সপরিবারে রাশিয়ায় অবস্থান করছেন।
দেশের বিভিন্ন স্থানে হাফেজ আল-আসাদ এবং তার ছেলের ভাস্কর্য ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আর এর মাধ্যমে জনগণের স্বৈরশাসনের অবসানকে উদযাপন করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই পতনকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সিরিয়াকে দায়ী করেছেন।
২০১১ সালে বাশার আল-আসাদ শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি বিদ্রোহকে নির্মমভাবে দমন করে একটি ধ্বংসাত্মক গৃহযুদ্ধের জন্ম দেয়। এতে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত এবং এক কোটি ২০ লাখ মানুষের বাস্তুচ্যুতি ঘটে।
হাফেজ আল-আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত দারুণ প্রতাপের সঙ্গে ক্ষমতায় ছিলেন। তার মৃত্যুর পর বাশার আল-আসাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। সূত্র: বিবিসি
তাওফিক/অমিয়/