এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি বন্ধের এক প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৫৮টিদেশ।
বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের প্রধান মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাসহ ৮ দেশ।
বিপক্ষে ভোট দেওয়া অন্য দেশগুলো হলো ইসরায়েল, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। ভোটদান থেকে বিরত ছিল ১২ দেশ। পাস হওয়া এই প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এসব প্রস্তাবে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়।
এদিকে গাজা উপত্যকায় গতকাল ইসরায়েলের চালানো হামলায় কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০৫ জনে।
লেবানন থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল
যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। গত বুধবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সেন্টকম জানায়, কমান্ড প্রধান জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আল-খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় উপস্থিত ছিলেন।
কুরিলার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংঘাত বন্ধে এটি ভিত্তি হিসেবে কাজ করবে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের সপ্তম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের অভিযান শেষ করেছে। যুদ্ধবিরতির চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে লেবাননের সেনাদের খিয়াম এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) সঙ্গে মোতায়েন করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স