সন্ত্রাসী হামলার প্রতিবেদন প্রচার করার অভিযোগ এনে নাইজারের সরকার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) নাইজারের যোগাযোগ মন্ত্রী রালিউ সিদি মোহাম্মদ স্থানীয় রেডিও স্টেশনগুলোকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন বিবিসির অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেয়।
বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছিল যে বুরকিনা ফাসোর সীমান্তের কাছে অবস্থিত সশস্ত্র হামলাকারীরা নাইজারের দুটি গ্রামে ৯০ জনের বেশি সেনা এবং ৪০ জনেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেছে। স্থানীয় জনপ্রিয় ভাষা ‘হাউসা’য় এ প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এমন সিন্ধান্ত নেয় দেশটির সরকার।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিবিসি।
বিবিসির সেখানকার জনপ্রিয় অনুষ্ঠানগুলো হাউসা ভাষায় (যা নাইজারে সবচেয়ে বেশি বলা হয়) স্থানীয় রেডিও স্টেশনগুলোর মাধ্যমে নাইজার ও মধ্য আফ্রিকার অন্যান্য জায়গায় সম্প্রচার করে যাতে বড় পরিসরে মানুষ দেখতে পারে।
উল্লেখ্য নাইজার, মালি ও বুরকিনা ফাসো এই তিনটি পাশাপাশি দেশে গত তিন বছরে ফান্স ও পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে সেনা সমর্থিত জান্তা সরকার ক্ষমতায় বসে। এরপর সেখান থেকে পশ্চিমা দেশগুলোর ঘাঁটি ও সৈন্যদের সরিয়ে নেয় ফান্স এবং রাশিয়ার প্রভাব বাড়ে দেশগুলোতে। ইতোমধ্যে রাশিয়ার সেনাঘাঁটিকে স্বাগত জানিয়েছে বুরকিনা ফাসো।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, জান্তা সরকার ক্ষমতায় আসার পর গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিরোধী দল-মত শক্তহাতে দমন করার অভিযোগ রয়েছে জান্তাদের বিরুদ্ধে। সূত্র: এপি
মাহফুজ/এমএ/