ফ্রান্সে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বাইহুকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো। তার শাসনামলে তিনজন প্রধানমন্ত্রী দেখেছে ফ্রান্স। বাইরু হলেন মাঁখোর মেয়াদকালের চতুর্থ প্রধানমন্ত্রী। দেশটির দক্ষিণ-পশ্চিমের মেয়র এবং মধ্যপন্থী মোডেম পার্টির নেতা ফ্রাঁসোয়া বাইহু।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে ৪ ডিসেম্বর দেশটির পার্লামেন্টের ঐতিহাসিক অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন বর্তমান প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। ফলে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। একদিন পর জাতির উদ্দেশে ভাষণ দেন মাঁখো।
কথা ছিল ভাষণে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন প্রেসিডেন্ট। কিন্তু সেটি হয়নি। এরপর ৯ ডিসেম্বর দেশটির ক্ষমতাসীন দলের নেতারা এক বৈঠকে মাঁখোকে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দেন। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন তিনি।
বিবিসি জানায়, ফ্রাঁসোয়া বাইহু মাঁখোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী মনোনীত করার আগে বাইরুর সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্ত বৈঠক করেন প্রেসিডেন্ট।
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এরইমধ্যে অর্ধেক সময় পার করে ফেলেছেন প্রেসিডেন্ট মাঁখো।
নতুন প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করবেন- এমনটাই আশা করছেন দেশটির সাধারণ মানুষ।
চলতি গ্রীষ্মে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন ইমানুয়েল মাঁখো। এরপর থেকেই দেশটিতে চলছে রাজনৈতিক অচলাবস্থা। সূত্র: বিবিসি।
নাবিল/এমএ/