অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির আইনপ্রণেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগ চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেন।
দেশটির গণমাধ্যমের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, দেশটির পার্লামেন্টের ৩০০ আইনপ্রণেতার মধ্যে অভিশংসনের পক্ষে ভোট দেন ২০৪জন। বিপক্ষে ভোট পড়ে ৮৫টি।
এ ছাড়া ভোটদান থেকে বিরত থাকেন তিনজন এবং আটটি ভোট বাতিল হয়।
তবে এখনই অপসারিত হচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট। তিনি সাময়িকভাবে দায়িত্ব থেকে অপসারিত হলেও তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির সাংবিধানিক আদালত। এজন্য তাদের ১৮০ দিনের সময় দেওয়া হয়েছে।
এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হান ডাক সুকে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইউন সুক ইওল। কিন্তু দেশটির আইনপ্রণেতা ও জনগণের তোপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন।
এখন সাংবিধানিক আদালত যদি তাকে অপসারণের পক্ষে রায় দেন তবে তিনি হবেন দ্বিতীয় অভিশংসিত প্রেসিডেন্ট।
এর আগে ২০১৫ সালে সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। সূত্র: রয়টার্স।
নাবিল/সাদিয়া/