সিরিয়ার গোলান মালভূমিসহ আশেপাশের নিরপেক্ষ অঞ্চলে (বাফার জোন) ইসরায়েলি দখলদারত্বের তীব্র নিন্দা করেছে আরব লিগ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মিশরের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে সিরিয়া ও আশেপাশের অঞ্চলে ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে আরব লিগ।
আরব লিগ বলছে ১৯৮১ সালের জাতিসংঘ সনদ ভঙ্গ করে গোলান মালভূমি দখল ইসরায়েল করেছে যা অন্যায় ও অবৈধ।
ইসরায়েল গত কয়েকদিনে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সরকার পরিবর্তনের সুযোগে চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ইসরায়েল সীমান্তবর্তী ও আশেপাশের শহরগুলো দখল করেছে এবং স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি বাহিনী শত শত বিমান হামলা চালিয়েছে। যার মধ্যে সিরিয়ার নৌবাহিনী এবং সামরিক ডিপো ধ্বংস করা হয়েছে।
আরব লিগ এই আগ্রাসনকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে। সূত্র: সিনহুয়া
মাহফুজ/এমএ/