
সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় ফিদান বাশার আল-আসাদের শাসন পতনের পর রাজনৈতিক স্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়।
সাকাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং আল-শারা সিরিয়ায় একতা ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির উপর সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেয়ার করা ছবিতে দেখা যায়, ফিদান এবং আল-শারা একে অপরকে আলিঙ্গন করছেন ও হাত মেলাচ্ছেন।
এদিকে দুদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণার করেছিলেন, ফিদান দামেস্কে গিয়ে সিরিয়ার নতুন কাঠামো নিয়ে আলোচনা করবেন। তার এই বক্তব্যের পরেই বৈঠকটি অনুষ্ঠিত হল।
এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘তুরস্ক আপনাদের পাশে সবসময়ই থাকবে। আশা করি সিরিয়ার অন্ধকারতম দিনগুলি শেষ হয়েছে এবং সামনে ভাল দিন অপেক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘দামেস্কের উপর নিষেধাজ্ঞাগুলি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহার করা উচিত। সিরিয়াকে পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষদের নিজ দেশে ফিরে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’ সূত্র: আল-জাজিরা
তাওফিক/