
সিরিয়ার কুর্দি যোদ্ধাদের (ওয়াইপিজি) কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বুধবার (২৫ ডিসেম্বর) জ্যাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
হুশিয়ারিবার্তায় এরদোয়ান জানান, আত্মসম্পর্ন না করলে কুর্দিদের ‘কবর দেওয়া হবে।’
৮ ডিসেম্বর তুরস্ক সমর্থিত বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরশাসনের পতন ঘটে।
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটপরিবর্তনে এরদোয়ানের এই মন্তব্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হয় আত্মসম্পর্ণ করবে , নয়তো সিরিয়ার জমিনেই তাদের গেড়ে ফেলব।’
ওয়াইপিজি মিলিশিয়া যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) অঙ্গসংগঠন।
তুর্কি ও কুর্দি ‘সহদোরদের’ মধ্যে ওয়াইপিজি ‘রক্তের দেয়াল’ তৈরি করছে মন্তব্য করে এই সশস্ত্র সংগঠনকে ‘চিরতরে মুছে’ ফেলার ঘোষণা দেন তুরস্কের রাষ্ট্রপ্রধান।
ওয়াইপিজিকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বীকৃত ‘জঙ্গী’ সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সমতুল্য বলেই মনে করে আঙ্কারা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সামপ্রতিক বিবৃতি অনুযায়ী, সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকে পরিচালিত অভিযানে ওয়াইপিজি ও পিকেকের ২১ জন সদস্য মারা গেছেন।
এসডিএফের কমান্ডার মজলুম আবদি সিরিয়ায় পিকেকে সদস্যদের উপস্থিতির বিষয়টি স্বীকার করেন।
তুরস্কের সঙ্গে এসডিফের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলে সদস্যরা ঘরে ফিরবে বলেও জানান তিনি।
এদিকে আসাদ সরকারের পতন ঘটায় সিরিয়ার আলেপ্পো শহরে তুরস্কের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন এরদোয়ান। সূত্র: আল-জাজিরা
নাইমুর/