
তুরস্ক থেকে ১০০টি পঞ্চম প্রজন্মের ‘টিএফ কান’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে সৌদি আরব। সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে দু’দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা মিলিত হয়। আলোচনায় তারা দু’দেশের মধ্যে সামরিক শিল্পের বিকাশ ও সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সৌদি রয়েল এয়ার ফোর্সের কমান্ডার প্রিন্স তুর্কি বিন বান্দার আল সৌদ তুরস্ক থেকে যুদ্ধবিমান কেনার প্ররিকল্পনার কথা আলোচনা করেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম তুর্কিয়ে টুডে।
টার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজ তৈরি ‘টিএফ কান’ বা ‘টিএফএক্স’ একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এ বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিমানটির সফল উড্ডয়ন করে তুরস্ক। যুদ্ধবিমানটি পুরোপুরি সার্ভিসে আসতে আরও সময় লাগবে কারণ এটি এখনো উৎপাদনে যায়নি। উৎপাদনে যাওয়ার আগে এর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। ২০২৮ সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীতে যুদ্ধবিমানটি সংযোজিত হবে। পাকিস্তান, আজারবাইজানসহ আরও অনেক দেশ বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান প্রোগ্রামে তুরস্ক কাজ করেছে। রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। তারপর তুরস্ক নিজেই পঞ্চম প্রজন্মের বিমান তৈরির প্রজেক্ট হাতে নেয়। বিমানটিতে এখন যুক্তরাষ্ট্রের ইঞ্জিন ব্যবহার করা হলেও তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরির পথে অনেকটা এগিয়ে গেছে। তুরস্কের বিমান বাহিনীতে ২৫০-৩০০টি এ মডেলের বিমান সংযোজনের কথা রয়েছে। সূত্র: তুর্কিয়ে টুডে
মাহফুজ/এমএ/