
সিরিয়ায় আসাদ সরকার পতনের পর ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা’ বিপাকে পড়েছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সহায়তা না থাকায় তারা নতুন পৃষ্ঠপোষকের সন্ধানে আছে বলেও ধারণা এরদোয়ানের।
বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সিতে শুক্রবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
তুরস্কের পশ্চিম আয়দিন প্রদেশের দেশের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক আলোচনায় এরদোয়ান বলেন, ‘দামেস্ক থেকে স্বৈরাচার পতনের পর জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। এখন তারা নতুন কারও ভরসায় আছে।
এই অঞ্চল অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গেই তারা জোট বাঁধছে।’
তবে সব ষড়যন্ত্র বিফলে যাবে বলে জানান তিনি।
তুরস্ক ও সিরিয়ার বিরুদ্ধে সহিংস অবস্থান নিয়ে কেউ পার পাবে না জানিয়ে এরদোয়ান বলেন, ‘তারা যতই নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে, ততই ধ্বংসের দিকে অগ্রসর হবে। এর চেয়ে বরং তাদের উচিত সিরিয়ার নতুন বাস্তবতা মেনে নেওয়া।’
বিদেশি ষড়যন্ত্রের অংশ হয়ে জঙ্গি তৎপরতা অব্যাহত রাখলে পতন নিশ্চিত বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের বসবাসের জায়গায় এবং এর আশপাশে কোনো জঙ্গি থাকবে না- এটাই আমাদের প্রত্যাশা।’
এদিকে সিরিয়ার বিপ্লব ও তুরস্কের পররাষ্ট্রনীতি দুদেশের জন্য সঙ্গতিপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন এরদোয়ান।
এ সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিপূর্ণ ও ভ্রাতৃত্বে আবদ্ধ ভূখণ্ড উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আঙ্কারাপ্রধান।
এর আগে ৮ ডিসেম্বর ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সিরিয়া ছেড়ে পালান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
দুই সপ্তাহেরও কম সময়ে ক্ষমতার এই নাটকীয় পরিবর্তনে সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামকে (এইচটিএস) সহায়তা করে তুরস্ক।
বর্তমানে এইচটিএস প্রধান আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়া পরিচালিত হচ্ছে। সূত্র: আলাদোলু অ্যাজেন্সি
নাইমুর/