ঢাকা ২৪ মাঘ ১৪৩১, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
English
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

নতুন নেতার সঙ্গে বৈঠক করতে লেবাননে মাখোঁ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
নতুন নেতার সঙ্গে বৈঠক করতে লেবাননে মাখোঁ
লেবাননের নতুন নেতা জোসেফ আউন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

লেবাননের নতুন নেতা জোসেফ আউনের সঙ্গে দেখা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৈরুতে পৌঁছেছেন। দুই বছরেরও বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক শূন্যতার পর গত ৯ জানুয়ারি জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে নওয়াফ সালামকে বেছে নেন। ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ এবং বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকটের পর তারা এখন লেবাননকে নেতৃত্ব দেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য আগামী ২৬ জানুয়ারির সময়সীমা ঘনিয়ে আসায় মাখোঁ লেবাননের রাজধানীতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) আরব নিউজ জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব সুসংহত করতে, সমৃদ্ধি নিশ্চিত করতে এবং ঐক্য বজায় রাখতে ‘সহায়তা’র জন্য মাখোঁ এই সফরে গিয়েছেন।

মাখোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান লেবাননে একটি ‘শক্তিশালী সরকার’ গঠনে ‘পূর্ণ সমর্থন’ দিয়েছেন। দুই নেতার মধ্যে ফোনালাপের পর বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট এ কথা জানিয়েছে। ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় লেবাননের দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি লেবাননের সেনাবাহিনী মোতায়েনের জন্য ৬০ দিন সময় পাবে। সূত্র: আরব নিউজ

হাতকড়া ও শিকলে বেঁধে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠানোর সমালোচনা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম
হাতকড়া ও শিকলে বেঁধে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠানোর সমালোচনা
হাত-পা বাঁধা অবস্থায় মার্কিন সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টারে করে ভারতীয়দের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

অবৈধ ও নথিপত্রবিহীন ১০৪ ভারতীকে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। সামরিক বিমানে করে হাতকড়া পরিয়ে ও পায়ে শিকলে বেঁধে ভারতে ফেরত পাঠানোর এ ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠেছে ভারতজুড়ে। বিরোধী কংগ্রেস সংসদরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতীয়দেরক নিয়ে মার্কিন বিমান বাহিনীর পরিবহন বিমানটি ভারতের অমৃতসরে অবতরণ করে।

এ ঘটনা নিয়ে সংসদে প্রবল হইচই করে বিরোধীরা। তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।

এরপর সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস অ্যানফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে।’

জয়শঙ্কর জানিয়েছেন, ‘আইসিই তাকে জানিয়েছে, নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।’

অমানবিক উপায়ে ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছে রাহুল গান্ধীসহ বিরোধী সাংসদরা। ছবি: সংগৃহীত

জয়শঙ্কর আরও বলেছেন, ‘অবৈধ ও নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।’

এ ঘটনায় ক্ষমতাসীনদের সমালোচনা করে বিরোধী কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর বলেছেন, ‘এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না।’

কংগ্রেস সাংসদ শশী থারুরের মতে, ‘বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।’

তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেছেন, ‘আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?’

খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে এখনো প্রায় ২০ হাজার অবৈধ ভারতীয় রয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে। এরই প্রেক্ষিতে ১০৪ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। ট্রাম্পের সঙ্গে মোদির ভালো সম্পর্ক থাকার নজির থাকলেও এঘটনা যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন মোড় নিচ্ছে কি না তা-ই দেখার বিষয়। সূত্র: এনডিটিভি

মাহফুজ/এমএ/

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় নিন্দা তেহরানের

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৭ পিএম
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় নিন্দা তেহরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে অপরিশোধিত তেল বাণিজ্য করায় বেশ কিছু ইরানি প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। তবে এই আর্থিক নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ও ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছে ইরান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে  খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘ইরানের অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করে দেশের ওপর চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এই অবৈধ পদক্ষেপ স্পষ্টতই অন্যায্য ও আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।’ সূত্র এএফপি, বাসস।

নাইমুর/

ফিলিস্তিনিদের জন্য আয়ারল্যান্ডের ত্রাণ সহায়তা ঘোষণা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
ফিলিস্তিনিদের জন্য আয়ারল্যান্ডের ত্রাণ সহায়তা ঘোষণা
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ত্রাণ সরবরাহে নিয়োজিত জাতিসংঘের শাখা ইউএনআরডব্লিউএ-কে ২০ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড প্রশাসন। গাজা ও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছে ডাবলিন। এর আগে গত সপ্তাহে মার্কিন ত্রাণসংস্থা ইউএসএইড বন্ধের ঘোষণার পর সংকটের মুখে পড়ে গাজায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের জনজীবন।

এ পরিস্থিতিতে এক বিবৃতিতে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘যুদ্ধবন্দিদের ঘরে ফেরা নিশ্চিত করা আমাদের সবার মানবিক দায়িত্ব।’

ইউএনআরডব্লিউএ-কে দেওয়া ২০ মিলয়ন পাউন্ড অর্থ সহায়তা ‘ক্রান্তিকালে গাজা অঞ্চলে মানবিক পরিস্থিতি বজায় রাখতে আয়ারল্যান্ডের নৈতিক দায়িত্ব পালনের প্রকাশ’, বিবৃতিতে জানান হ্যারিস। এই অঞ্চলে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

গত ৩০ জানুয়ারি ইউএনআরডব্লিউএ-এর বিরুদ্ধে ইসরায়েলের আইনি পদক্ষেপে নিয়ে শঙ্কা প্রকাশ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব রাখেন তিনি।

গত অক্টোবরে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলের পার্লামেন্ট। গত সপ্তাহ থেকে এই আইন বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে আয়ারল্যান্ড গাজাবাসীদের কল্যাণে এ পর্যন্ত ৬৩ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

নাইমুর/

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমিকম্পের মাত্রা নির্ধারণকারী যন্ত্র। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অঞ্চলটিতে ৬ দশমিক ১ রিখটার স্কেলের ভূমিকম্পের খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি।

দ্বীপটির দক্ষিণ-পশ্চিম তীরে ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে এই ভূমিকম্প আঘাত হানে, জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞানবিষয়ক গবেষণা সংস্থা জিওফন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায় নি। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি।

নাইমুর/

সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম
সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনিদের জন্য দেশ গঠনের পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪কে দেওয়া সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘সৌদি আরবে অনেক খালি জমি পড়ে আছে। তারা চাইলে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য কিছু জায়গা ছেড়ে দিতে পারেন।’

এ সময় পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের আবাসস্থল তৈরির প্রস্তাব নাকচ করেন তিনি।

সৌদ আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের বিনিময়ে ফিলিস্তিনিদের গাজায় থাকতে দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের রাষ্ট্রসত্ত্বাকে হুমকির মুখে ফেলে-এ ধরনের চুক্তি করার প্রশ্নই উঠে না।’ 

এ সময় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসারায়েলে হামাস পরিচালিত আক্রমণকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন এই নেতা।

‘এক সময় ফিলিস্তিনিদের একটা দেশ ছিল। গাজায় বসবাস করত তারা। হামাস ছিল এই জাতির নেতৃত্বে। কিন্তু তাদের অস্তিত্বের বিনিময়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে বড় মানবিক বিপর্যয় দেখতে পেলাম।’

ওয়াশিংটনের হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এসব মন্তব্য করেন তিনি।

এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের স্থায়ী দখল কায়েমের প্রস্তাব দিয়ে ইতোমধ্যেই পরিস্থিতি ঘোলাটে করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

সাক্ষাতকারে সৌদি আরবের সঙ্গে সমঝোতার বিষয়ে আশাবাদী নেতানিয়াহু বলেন, ‘দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তির দ্বারে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
 
তবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ব্যতীত ইসরায়েলের সঙ্গে সমঝোতায় আগ্রহী নয় সৌদি আরব প্রশাসন।

সৌদি রাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত গাজায় সামরিক শক্তি প্রয়োগ করবে না ইসরায়েল। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

নাইমুর/