
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করায় কট্টর ইহুদিপন্থী ও ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভীর পদত্যাগ করেছেন। একইসঙ্গে তার দল ন্যাশনালিস্ট-রিলিজিয়াস ওজমা ইহুদিত পার্টির অন্য দুই মন্ত্রীও নেতানিয়াহুর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছে।
হামাসের সঙ্গে কোনোপ্রকার সমঝোতা করে যুদ্ধবিরতি কার্যকর করলে তারা পদত্যাগ করবেন এমন ঘোষণা তারা আগেই দিয়েছিলেন। সে অনুযায়ী আজ রবিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১ টা ১৫ মিনিটে নেতানিয়াহুর অফিস থেকে যুদ্ধবিরতি কার্যকর করায় এ ঘোষণা তারা।
যুদ্ধবিরতি কার্যকরের পর দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ চুক্তি সন্ত্রাসীদের (হামাসের) কাছে পরাজয়ের শামিল। তারা আরও বলে, যুদ্ধবিরতির মাধ্যমে হত্যাকারীদের (ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনি) মুক্তি দেওয়া হবে। তাই তারা নেতানিয়াহুর সমালোচনা করেন।
তবে তারা আরও জানায়, তারা নেতানিয়াহুর জোট সরকার থেকে সরে গিয়ে পদত্যাগ করেছে কিন্তু তারা নেতানিয়াহুর সরকারকে কোনো প্রকার সমস্যায় ফেলতে চায় না। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো কাজ করবে না।
পার্লামেন্টে বেন গাভীরের দলের ৬ জন সদস্য আছে। এই পদত্যাগের কারণে নেতানিয়াহুর সরকারে পতন হবে না। কারণ তারা চলে গেলেও ৬২ এমপি থাকবে। ইসরায়েলে কোনো দল বা জোটের ক্ষমতায় আসতে বা থাকতে হলে ১২০ সদস্য বিশিষ্ট সংসদের কমপক্ষে ৬১ জন এমপির সমর্থন দরকার।
এর আগে অর্থমন্ত্রী ও রিলিজিয়াস জায়ানিজম পার্টির প্রধান বেজালেল স্মোট্রিচও পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কিন্তু তার কাছ থেকে এখনো পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায় নি।
বেন গাভির ও স্মোট্রিচ হলেন ইসরায়েলের মন্ত্রীসভায় সবচেয়ে কট্টর ইহুদিপন্থী। তাদের কারণেই আগের যুদ্ধবিরতি চুক্তিগুলো স্বাক্ষর হয় নি। তারা হামাসের সম্পূর্ণ পরাজয় চান এবং হামাসকে নির্মূল করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এদিকে হামাসের হাতে আটক বন্দিদের উদ্ধার করা নিয়ে চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। যুদ্ধের মাধ্যমেও নির্মূল করা যায়নি হামাসকে। সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস
মাহফুজ