
তুরস্কের উত্তরাঞ্চলীয় করতালকায়ায় একটি স্কি রিসোর্টের অগ্নিকাণ্ডে ৬৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
রিসোর্টের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলা করতে তৎক্ষণাত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, ইমার্জেন্সি ইউনিট ও চিকিৎসকদের একটি দল।
সারারাতের অভিযানে ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতেরা দ্রুত সেরে উঠুন-এই প্রার্থনাও রইল।’
পুরো ঘটনা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন বলেও জানান এরদোয়ান।
এদিকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ন্যায়মন্ত্রী ইলমাজ তুঙ্ক। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ছয়জন পাবলিক প্রসিকিউটরের পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এই ঘটনার পর শোকবার্তা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের নাগরিকদের মানসিক শান্তি কামনা করে তিনি বলেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
সমবেদনা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইকুইটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের কমিশনার হাজদা লাহবিবও।
করতালকায়া অঞ্চল এখন স্কি খেলার আদর্শ জায়গা। দেশের অন্যতম পর্যটন অঞ্চলটিতে এই দুর্ঘটনার পর জনমনে শোক বিরাজ করছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
নাইমুর/