
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র সংগঠন হামাস আরও চারজন ইসরায়েলি সেনাকে মুক্তি দিতে যাচ্ছে। এর বিনিময়ে প্রায় ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।
শনিবার (২৫ জানুয়ারি) এই জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, এই সেনারা হলেন- কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। যাদের গাজা-ইসরায়েল সীমান্তে নজরদারির কাজে নিযুক্ত করা হয়েছিল।
গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে এই বন্দিবিনিময় ঘটবে।
ইসরায়েল ১৮০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যার বিনিময়ে তারা এই চারজন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাবে।
এটি হবে যুদ্ধবিরতির পরবর্তী বন্দিবিনিময়ের দ্বিতীয় দফা। এর আগে গত রবিবার ৯০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন এবং হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে ছাড় দিয়েছিল।
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবরে। হামাস তখন ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায়। এর ফলে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।
এদিকে এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
তবে, এই তালিকায় ইসরায়েলি বেসামরিক নারী আরবেল ইয়াহুদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তবে এখনো তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হামাসের হাতে জিম্মি না হয়ে অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকতে পারেন।
আগামী পাঁচ সপ্তাহে আরও ২৬ জন জিম্মিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে হামাসের। সূত্র: রয়টার্স
তাওফিক/