
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব চাইলে এক সিদ্ধান্তেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, সৌদি আরব এবং তেল রপ্তানিকারী দেশগুলো তেলের দাম কমিয়ে দিলেই যুদ্ধ থেমে যাবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তেল রপ্তানিকারী দেশগুলো এখনও তেলের দাম কমায়নি, এটা অবিশ্বাস্য। সৌদি আরবসহ ওপেকভুক্ত দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমানো। তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘খনিজ তেলের উচ্চমূল্যের কারণে যুদ্ধ অব্যাহত আছে। তেলের দাম কমিয়ে দিলে যুদ্ধ থামবে, আর এর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোরই দায়িত্বশীল হওয়া উচিত। মানুষের জীবন বাঁচানোর জন্য এই পদক্ষেপ এখনই নেওয়া জরুরি।’
এদিকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। প্রায় তিন বছর ধরে চলমান এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ও লাখো মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে।
ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যেই বন্ধ করতে পারতেন বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ট্রাম্প। সম্প্রতি তিনি জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান করবেন। তবে রাশিয়া সংঘাত সমাধানে রাজি না হলে তার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সূত্র: আল-জাজিরা
তাওফিক/