
ইসমাইলি শিয়া মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় আধাত্মিক নেতা চতুর্থ আগা খানের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন অনুসারীরা। এর মাঝেই গুঞ্জন চলছিল কে হতে যাচ্ছেন পরবর্তী নেতা, কে হবেন সম্প্রদায়ের পতাকাবাহক?
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে পরবর্তী আগা খানের পদে অধিষ্ঠিত হলেন প্রিন্স রহিম আল-হুসাইনি। ৮৮ বছর বয়সী বাবার মৃত্যুর পর তার আসনে বসতে যাচ্ছেন ছেলে রহিম।
শিয়া সম্প্রদায়ের ইসমাইলি জনগোষ্ঠীর ঝাণ্ডা এখন থেকে থাকবে তার হাতে। ৫৩ বছর বয়সী রহিম শিয়া সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত ইমামের পদটি পেয়েছেন।
আকারে এই জনগোষ্ঠী ১ কোটি ৫০ লাখের বেশি নয়। তবে সার্বিক প্রেক্ষাপটে তাদের প্রভাব উল্লখযোগ্য। বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় স্থাপনের পাশাপাশি মানবহিতৈষী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রশংসিত তারা।
রহিমকে পঞ্চম আগা খানের পদে আসীন করার ঘোষণা আসে বুধবার (৫ ফেব্রুয়ারি)। মূলত জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করেন তিনি। এ ছাড়া তৈরি করেছেন জনপ্রিয় মানবতাবাদী সংগঠন আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।
ক্ষমতাগ্রহণের পর সাম্প্রদায়িক নেতৃত্বের পাশাপাশি তিনি সামলাবেন বিশাল অর্থপ্রতিষ্ঠান। জানা গেছে, ব্যক্তিগত অ্যায়ারলাইন, বিপুল সংখ্যক জমি ও সংবাদ মাধ্যমের মালিকানা থাকায় সংস্থাটির মোট সম্পদ ১৩ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
সদ্য সমাহিত চতুর্থ আগা খান মানবহিতৈষী কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সংবাদ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রশংসিত।
আফ্রিকার দেশ কেনিয়ায় তিনি নিজ উদ্যোগে আধুনিক সাংবাদিকতা বিস্তার করেন। ফলস্বরূপ পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ সংবাদ সংস্থা এখন কেনিয়ার অধীনে।
ইসমাইলি জনগোষ্ঠীকে সূক্ষ্ম পর্যবেক্ষণের পর মানবহিতৈষী জোনাহ স্টেইনবার্গ বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রান কার্যক্রমসহ মানবদরদী নানা কর্মকাণ্ডে এই সম্প্রদায়ের অন্তর্ভূক্তি চোখে পড়ার মতো।’
সদ্য দায়িত্বপ্রাপ্ত রহিম পড়াশোনা করেছেন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। ইসমাইলি জনগোষ্ঠীর কল্যাণে তিনি অগ্রগামী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টজনের। সূত্র: নিউ ইয়র্ক টাইমস্।
নাইমুর/