
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাই নেটওয়ার্ক তাদের ওপেন মেইননেট চালুর ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে পাই নেটওয়ার্কের মেইননেট, যা ব্লকচেইন দুনিয়ায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
২০১৯ সালে যাত্রা শুরু করার পর থেকেই পাই নেটওয়ার্ক দ্রুত জনপ্রিয়তা লাভ করে। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই পাই মাইনিং (আয়) করা সম্ভব হওয়ায় বিশ্বজুড়ে এটি কয়েক মিলিয়ন ব্যবহারকারী বা ‘Pioneers’ সংগ্রহ করেছে। তবে নানা চ্যালেঞ্জের কারণে ওপেন মেইননেট চালুর তারিখ একাধিকবার পেছালেও অবশেষে প্রতীক্ষার অবসান ঘটছে।
বর্তমানে পাই নেটওয়ার্কে ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারী ইতোমধ্যে এই মাধ্যমে তাদের পরিচয় জানান (KYC) দিয়েছেন। এ ছাড়া এক কোটি এক লাখেরও বেশি ব্যবহারকারী সফলভাবে মেইননেটে স্থানান্তরিত হয়েছেন, যা টার্গেটের থেকেও বেশি। এদিকে পাই নেটওয়ার্কের অর্থনৈতিক ব্যবস্থার শক্তিশালী ভিত্তি তৈরির জন্য ১০০টির বেশি মেইননেট রেডি অ্যাপ তৈরি হয়েছে।
ওপেন মেইননেট চালুর মাধ্যমে পাই নেটওয়ার্ক অন্য ব্লকচেইনের সঙ্গে যুক্ত হতে পারবে। এর ফলে পাই কয়েন বাস্তব লেনদেনে ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং এটি আরও কার্যকরী ও সহজলভ্য হয়ে উঠতে পারে।
এখন পর্যন্ত পাই নেটওয়ার্ক একটি সীমাবদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রয়েছে, তবে ওপেন মেইননেট চালুর পর এটি অন্য ব্লকচেইনের সঙ্গে সংযুক্ত হবে। ফলে ব্যবহারকারীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন এবং নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা সম্ভব হবে আশা করা হচ্ছে।
ওপেন মেইননেট চালুর পর পাই নেটওয়ার্কের ফায়ারওয়াল সরিয়ে নেওয়া হবে, যা নোডগুলোর টেস্টনেট থেকে মেইননেটে স্থানান্তর নিশ্চিত করবে। এতে শুধু বিশ্বস্ত ও দক্ষ ব্যবহারকারীদের নোড পরিচালনার অগ্রাধিকার দেওয়া হবে।
নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকল Pioneers-কে KYC সম্পন্ন করতে হবে। ব্যবসাগুলোকে KYB (Know Your Business) ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। KYB দ্বারা ভেরিফাইড ব্যবসাগুলোর তালিকা পাই নেটওয়ার্কের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যেসব ব্যবহারকারী এখনো KYC বা মেইননেটে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। ওপেন নেটওয়ার্ক চালুর পরও KYC করা যাবে এবং ব্যবহারকারীরা পাই ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অর্থনৈতিক ব্যবস্থা সম্প্রসারণে ভূমিকা রাখতে পারবেন।
ওপেন মেইননেট চালুর ঘোষণা আসার পরপরই পাই কয়েনের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৪৯ মার্কিন ডলার থেকে ৯২ মার্কিন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের ধারণা, আনুষ্ঠানিকভাবে মেইননেট চালুর পর এটি ১০০ মার্কিন ডলারের ওপরে পৌঁছাতে পারে।
দীর্ঘ প্রতীক্ষার পর পাই নেটওয়ার্ক বিশ্বব্যাপী ব্লকচেইন জগতে প্রবেশ করতে প্রস্তুত। এই মাইলফলক অর্জনের ফলে পাই নেটওয়ার্ক এখন নিজেকে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ইকোনমির অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
তাওফিক/