স্বয়ংক্রিয় রোবটিক প্রযুক্তির মাধ্যমে প্রথমবারের মতো মানুষের দাঁতের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি বস্টনভিত্তিক স্টার্টআপ পার্সেপটিভ এই সফল অস্ত্রোপচার করেছে।
কোম্পানিটি গত সপ্তাহে জানিয়েছে, তারা তাদের সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডেন্টাল প্রযুক্তি ব্যবহার করে দাঁতের অস্ত্রোপচার সম্পন্ন করেছে। এই প্রযুক্তি রোগীর মুখের ত্রিমাত্রিক স্ক্যান করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে। এরপর একাধিক রোবটিক বাহু ও যন্ত্র ব্যবহার করে পদ্ধতিটি সম্পন্ন করে।
পার্সেপটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ক্রিস সিরিয়েলো এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবটিক প্রযুক্তির মাধ্যমে দাঁতের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমরা উচ্ছ্বসিত। এই অর্জন দাঁতের চিকিৎসা পদ্ধতিগুলোকে আরও সঠিক ও দক্ষ করে তুলবে। ভালো মানের দাঁতের সেবায় সবার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করবে। এতে রোগীদের অভিজ্ঞতা ও চিকিৎসার মান উন্নত হবে।’
মার্কিন গণমাধ্যম স্ট্যাট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এই পদ্ধতি কলম্বিয়ার বারানকিলায় (Barranquilla, Colomba) করা হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী এটি একটি ‘টুথ কাটিং’ পদ্ধতি। অর্থাৎ দাঁত কাটার পদ্ধতি।
সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা এই স্টার্টআপটিতে বিনিয়োগ করেছেন। এর মধ্যে রয়েছে, ওয়াই কম্বিনেটর ও মেটাপ্রধান মার্ক জাকারবার্গের বাবা এডওয়ার্ড জাকারবার্গ। যিনি একজন দন্ত চিকিৎসক। এই স্টার্টআপ বিনিয়োগ পেয়েছে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। তবে স্ট্যাট নিউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন থেকে অনুমোদন পেতে এখনো পাঁচ বছর সময় লাগতে পারে।
এই পদ্ধতির একটি ভিডিওতে দেখা যায়, একটি স্বয়ংক্রিয় ড্রিল বাহু রোগীর দাঁতের একটি অংশ কেটে ফেলছে। কোম্পানিটি দাবি করে, তারা প্রায় ১৫ মিনিটের মধ্যে কৃত্রিম দাঁত বসিয়েছেন। যেখানে বেশির ভাগ দাঁতের ডাক্তারদের দুই ঘণ্টা সময় লাগে। রোবটিক সার্জারি চিকিৎসার অন্যান্য ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
/আবরার জাহিন