শেখ হাসিনা ও জুনাইদ আহমেদ পলক
ইন্টারনেট বন্ধ রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেছেন নুর মোহাম্মদ নামে একজন অনলাইন উদ্যোক্তা।
আদালতের বিচারক জহিরুর ইসলাম মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর ১৯(২), ২২(২), ২৩ (২), ২৪ (২), ২৫ (২), ২৭ (২), ৩১ (২), ৩৩ (২), ৩৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটিতে অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুর কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক যুগ্ম কমিশনার (ডিএমপি) বিপ্লব কুমার, সালমান এফ রহমান, ড. দীপু মনি, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. সোহায়েলসহ আরও কয়েকজন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বাদীর দুরন্ত সাপ্লাইয়ার ও দুরন্ত বাজার নামে একটি অনলাইনভিত্তিক সফটওয়্যার কোম্পানি রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার সংগ্রহ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন তারা। তার প্রতিষ্ঠানের সঙ্গে ২০০ কর্মী যুক্ত আছেন। দৈনিক তাদের অনলাইনে লেনদেন হয় প্রায় ২০ লাখ টাকা। ১ নম্বর আসামির নির্দেশে ২ ও ৩ নম্বর আসামির পরিকল্পনায় ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা পরিচালনার জন্য ১৮ জুলাই রাতে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বাদীর প্রতিষ্ঠানের শো-রুম ভাড়া, বেতন, বাসা ভাড়া, পণ্য সরবরাহ, কাঁচামাল নষ্টসহ ১০ কোটি টাকার ক্ষতি হয়। আর রাস্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা।
বাদীর আইনজীবী নওশাদ আলী বলেন, ‘আমরা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেছি। আদালত মামলাটি কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’