নরসিংদীতে ঝালমুড়ি বিক্রেতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামোল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মিয়া ওরফে নাহিদের স্ত্রী মোসা. সালমা বেগম।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ২১ জুলাই দুপুরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন পৌলানপুর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ ও হামলার শিকার হয়ে মারা যান নাহিদ। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া বড়টেক। ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ফ্রি ঝালমুড়ি খাওয়াচ্ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, ১ থেকে ৫নং আসামিরা প্রকাশ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে আন্দোলনকে প্রতিহত করতে মাঠে থাকার নির্দেশ ও ঘোষণা দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন এবং শক্ত হাতে দমন করার নির্দেশনা প্রদান করেন, যা বাংলাদেশে বহুল প্রচারিত কয়েকটি টিভি চ্যানেলে স্ক্রলে প্রকাশিত হয়।
তারই প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঘটনার দিন বাদিনীর স্বামী আরমান মিয়া ওরফে নাহিদ ছাত্রদের বিনা পয়সায় ঝালমুড়ি খাওয়াচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এবং গুলিতে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। পরে নাহিদকে সাক্ষীসহ আশপাশের লোকজন নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
শাওন শাহিন/সাদিয়া নাহার/অমিয়/