সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও শাজাহান খানকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর রিমান্ড মঞ্জুর করা হলেও আপাতত তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর শাজাহান খানকে এক মামলায় রিমান্ডের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে তাকেও কারাগারে পাঠানো হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দায়িত্বরত পুলিশের ওসি (হাজত) মুরাদ হোসেন তাদের কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব লালবাগ থানার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে রবিবার এই আদেশ দেন। এই মামলায় তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আর তার আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।
এদিকে বৈষম্যবিরোধী সাম্প্রতিক আন্দোলনের মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় রিমান্ডে ছিলেন শাজাহান খান। রাজধানীর ধানমন্ডি থানার ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। তবে রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানো হয়েছে তাকে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন।
রিমান্ড চলাকালে শাজাহান খান অসুস্থ হয়ে পড়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া।