বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আদালত এই তারিখ ধার্য করেন।
আজ রবিবার প্রতিবেদন দাখিলের জন্য ধার্য থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ধার্য করেন আদালত।
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করার প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী নতুন দিন ধার্য করে আদেশ দেন।
গত ১৩ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
মামলায় উল্লেখ করা হয়, আন্দোলনের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ নিহত হন। ওই ঘটনায় মোহাম্মদপুরের আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এ মামলা করেন।
মাহমুদুল আলম/জোবাইদা/অমিয়/