
ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ঢাকার শাহজাহানপুরের ব্যবসায়ী মো. ইসহাক দুলালের।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল।
ঢাকার শাহজাহানপুর থানায় করা মামলায় আটক ব্যবসায়ী মো. ইসহাক দুলালকে অব্যাহতি এবং ন্যায়বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে অভিযোগ করে বলেন, ‘আমার বাবাসহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত ছিলাম। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত নয়। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে তখন ছাত্র-জনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও তাকে ছাড়া হয়নি।’
এ বিষয়ে ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, ‘এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ।’
শফিকুল ইসলাম/সুমন/