
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অস্ত্র আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত ১৫ জানুয়ারি মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
গত বুধবার ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। তার অবস্থান শনাক্ত করে সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার বাসায় প্রবেশ করে তাকে আটকের পর শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
মতিউর রহমানের সঙ্গে তার প্রথম স্ত্রী লায়লা কানিজকেও আটক করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে একই দিন
(১৫ জানুয়ারি) মতিউরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
ওই রিমান্ড আবেদনের শুনানির জন্য আজ রবিবার (১৯ জানুয়ারি) দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নাবিল/