
খবরের কাগজে সংবাদ প্রকাশের পর খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মংসুইথোয়াই চৌধুরী নামে এক মারমা নেতাকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের নির্দেশে খাগড়াছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের কালাডেবা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
সুজন চন্দ্র রায় বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্পাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মেতাবেক অবৈধভাবে বালু উত্তোনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় মংসুইথোয়াই চৌধুরীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। যা পরবর্তীতে পরিমাণ নির্ধারণের পর নিলাম করা হবে। এ ছাড়াও অবৈধভাবে আর বালু না তুলতে মংসুইথোয়াই চৌধুরীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।'
৫ আগস্টের পর থেকে খাগড়াছড়ি জেলা সদরে প্রশাসনের নাকের ডগায় কালাডেবা এলাকায় নিজ বাড়ির পাশে চেঙ্গী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মংসুইথোয়াই চৌধুরী।
এ বিষয়ে শনিবার (১৮ জানুয়ারি) দৈনিক খবরের কাগজে 'চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরের কাগজে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
রাজু/মেহেদী/