এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতিকে এক মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর ধানমন্ডি থানাধীন শিক্ষার্থী মো. শামীম ও যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় নজরুলকে এবং ২০১৮ সালে এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলীর বাড়িতে হামলা করে চাঁদাবাজি, লুটপাট, ক্ষয়ক্ষতি, গুম ও হত্যার হুমকির মামলায় জ্যোতির রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
নজরুল ইসলাম মজুমদারকে রিমান্ডে নেওয়ার দুই মামলার তদন্ত কর্মকর্তারা ধানমন্ডি থানার মামলায় পাঁচ দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ ছাড়া, জ্যোতিকে রিমান্ডে নেওয়ার মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. খোকন মিয়া সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এনামুর রহমান রিমান্ডে, আরও ৬ মামলায় গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা জেলার সাভারে শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে রিমান্ডে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন ওই আদেশ দেন।
এর আগে আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘পুলিশের পেছনে দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এ ঘটনা ঘটিয়েছে। আহতদের চিকিৎসাও করতে দেয়নি।’
জবাবে ডা. এনাম বলেন, ‘এটা মিথ্যা কথা। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর চার মাসে গুলিবিদ্ধ ২৯০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছি।’
এ ছাড়া, পৃথক মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।