
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ চারজন কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যরা হলেন ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমদ, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসআই শাহাদাত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।
এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে পথচারী মো. মাসুদুর রহমান জনি হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে তিন দিন এবং একই থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অপর তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। রিমান্ড শুনানি উপলক্ষে কারাগার থেকে ওই আসামিদের আদালতে হাজির করা হয়। পৃথক দুটি আবেদনে আসামিদের ১০ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি চান তদন্ত কর্মকর্তারা।
মামুনের পক্ষে তার আইনজীবী রিমান্ড নামঞ্জুর করে জামিন চান। শুনানিতে বলেন, তাকে এ পর্যন্ত ৭৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। ইতোমধ্যে উনি যা যা বলার সব বলেছেন। আর রিমান্ডের প্রয়োজন নেই।
তবে অপর মামলার তিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামি তানজিল আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আন্দোলনের দুই মাস আগে আমার যাত্রাবাড়ীতে পোস্টিং হয়। আমি ট্রাফিক পুলিশের এসি ছিলাম। একজন ট্রাফিক পুলিশের কাজ কী তা সবারই জানা। আমি এ ঘটনার কিছুই জানি না।’