
বেসিক ব্যাংকের ৬৯ কোটি টাকা ঋণখেলাপির দায়ে চট্টগ্রামের শিল্প গ্রুপ ক্লিফটনের মালিক এম এম কামাল উদ্দিন চৌধুরীর বাসভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
জানা গেছে, ২০১৮ সালে বেসিক ব্যাংক জুবলী রোড় শাখা ক্লিফটন গ্রুপের বিরুদ্ধে একটি খেলাপী ঋণ আদায়ের মামলা করেন। এতে যথাক্রমে ১ ও ২ নম্বর বিবাদী করা হয় এম আর এফ ট্রেড হাউজ লিমিটেড ও এম আর এফ এসেনসিয়ালস ট্রেড লিমিটেডকে।
এ ছাড়াও প্রতিষ্ঠানের ৩ নম্বর বিবাদী করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুরাদ ইব্রাহিমকে এবং ৪ নম্বর বিবাদী করা হয়েছে যথাক্রমে ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরীর মেয়ে কানিজ ফারজানা রাশেদ ও মুরশেদ মুরাদ ইব্রাহিমকে।
১ নম্বর বিবাদী বিদেশ থেকে পণ্য আমদানি বার স্থানীয়ভাবে ক্রয় করেন। এই ক্রয়ের উদ্দেশ্যে ২০১০ সালের ২৮ মার্চ চিঠির মাধ্যমে এলসি (লেটার অব ক্রেডিট) সুবিধাসহ আমদানি উত্তর ঋণের আবেদন করা হয়। সে অনুযায়ী ওই বছরের এপ্রিলে ১০ কোটি টাকা স্থানীয় এলসি, ৯ কোটি টাকার এলটিআর সুবিধা এবং ৩০ কোটি টাকার বৈদেশিক এলসি সুবিধাসহ ২৬ কোটি এলটিআর সুবিধা নিশ্চিত করা হয়।
পরবর্তীতে সবমিলিয়ে ৪০ কোটি টাকার এলসি সুবিধা ও ৩৫ কোটি টাকার এলটিআর সুবিধা দেওয়া হয়। পরে এটি নবায়নও করা হয়।
প্রতিষ্ঠানটির কাছে ব্যাংক ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকা পায়। এজন্য তাদের কোতোয়ালি থানা এলাকার আলমশাহ কাটগড় মৌজার তফসিলভুক্ত সম্পত্তি যার মূল্য ৫০ কোটি টাকা, ক্রোকের আবেদন করা হয় ব্যাংকের পক্ষ থেকে।
আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
সুমন/