খররৌদ্রের খরতাপে দাঁড়িয়ে দেখি-
গ্রীষ্মের আয়ুরেখা জ্বলে যাচ্ছে বরফের মতন!
রোদপাখনা উড়ে যাচ্ছে, দুপুর পেরোনো মাঠের দিকে
শীতল ছায়া বিছিয়ে রেখেছে কাঁঠালের বন।
চুল শুকাতে দিয়ে বাতাসের মাথায় বিলি কাটে
বিকেল, ঘ্রাণ উড়ে যায়- কোন দিকে?
গাঁয়ের পথ ছাড়া কোনো পথ দেখিনি কোনো দিন।
খাঁ খাঁ প্রান্তর শেষে যেখানে আকাশ খুঁজেছিল
মাটির সুধা সেখানেই জৈষ্ঠ্যের আম্রকানন।
মধুমাসে আনন্দের পাঠ খোঁজে প্রজাপতি
আমি ঘুমিয়ে পড়ি আম আর কাঁঠাল বনে!