সেদিন শহরে অদ্ভুত ঘটনা ঘটল। সারা দেশে। বিকেলে তরুণ ছেলেমেয়েদের রাস্তায় দেখা গেল লাল কাপড় গায়ে। কারও গায়ে লাল শার্ট, কারও গায়ে লাল টি-শার্ট, কেউ পরেছে লাল পাঞ্জাবি, কেউ লাল টপস, লাল কামিজ, লাল শাড়ি।
তারা কোথাও যাচ্ছে না। বাইরে ঘুরতে বের হয়েছে। অনেক ছেলেমেয়ে একসঙ্গে নয়, কোথাও দুজন, কোথাও চারজন, কোথাও ছয়জন। তারা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কথা বলছে। দেয়ালে পা ঝুলিয়ে বসে চা খাচ্ছে, কথা বলছে।
মজার ঘটনা ঘটল, তখন দেখা গেল শহরে তরুণদের সঙ্গে বয়স্ক ব্যক্তিরাও বাসা থেকে লাল কাপড় পরে বের হয়েছেন। কেউ দোকানে যাচ্ছেন, কেউ বিকেলের বাজারে বা কাজে।
সেদিন বিকেলে সারা দেশের জেলা শহরে, উপজেলায়, ইউনিয়নে, গ্রামে অভাবনীয় দিঘল লাল ছড়িয়ে পড়ল।