নীল আকাশ, নীল খামে- নীল কষ্টের চিঠি লেখে রোজ
কোথায় আছ? কেমন আছ? জানতে ইচ্ছে হয়। আমার করে খোঁজ।
সেই সে কবে সন্ধ্যাবতীর তীরে চোখে চোখ রেখে দেখা
তার পর কতটা বছর গেল কেটে; শুধুই দীর্ঘশ্বাসে
অনুভব অনুক্ষণ কবিতার মতো করে কতই লিখেছি এ লেখা...
নীল আঁচলে মুখ লুকিয়ে হেসেছে মেঘের দল
গোঁধূলির ধোঁয়াসে আকাশে চাঁদ উঠে ডুবে গেছে
আমি তখন বুঝিনি এর নাম প্রেম; এখন কষ্ট কাতর মন, আঁখি করে জলে ছলছল...
হে নীল আকাশ, তোমার নীল কষ্টের নীল চিঠি বুক পকেটে তুলে রাখি
লালনীল দীপাবলি বানাই দীঘল রাত জেগে জেগে
তুমিই বল- আমি কেমন আছি? কী মিছে মায়ার স্বপ্ন আঁকি।