ক্ষুদ্র পরিসরের জীবনে-
নিদারুণ সময় স্রোতের বেড়াজালে থমকে গেছি।
উপেক্ষিত হয় ভালোবাসার আবেদন,
পরিযায়ী পাখির মতো-
নীল জলে প্রাসাদ গড়ে নীরবতা,
উপেক্ষার সরলসূত্র ধরে জীর্ণ জীবনতরী
গোপন আগুনে জ্বলেছি জমে যাওয়া অভিমানে,
উপসংহারের পথে হাঁটতে থাকি একাকী,
নিঃস্ব জীবনে ভাসতে ভাসতে জেনেছি-
প্রিয়জনের স্পর্শ ছাড়া
পাওয়া যায় না জীবনের স্বাদ।