বেলা ফুরিয়ে এলে সূর্যের তেজ বাড়ে
ব্যর্থতার থলে থেকে বেরিয়ে আসে
মুঠো মুঠো সফলতার আলো
একটু একটু করে স্পষ্ট হয়ে ওঠে
বুকের ভেতরে কুঁকড়ে থাকা প্রত্যাশাগুলো
ঘুরে দাঁড়ায় সৃষ্টি সুখের উচ্ছ্বাস
হেরে যাওয়া মানে পরাজয় নয়
বরং জয়ের উল্লাসে ঝাঁপিয়ে পড়া
বিজয়ের মুকুট প্রাপ্তির দীপ্তময় শপথে