তোমার জন্য রঙিন প্রভাত ফুটফুটে দিন আসে
তোমার জন্য জীবনের বাঁকে প্রণয়ের ঢেউ হাসে
কুশায়ার ভিড়ে তোমার পাশে হাত ধরে হেঁটে চলি
ছন্দের সুরে কবিতা, গল্পে হৃদয়ের কথা বলি।
তোমার জন্য রোদ্দুরে হয় বৃষ্টির আনাগোনা
তোমার জন্য ফুলের বুকে শিশিরে উন্মাদনা
তোমার আকাশে সন্ধ্যা ঘোনালে তারার লুকোলুকি,
ঝলমলে আলো চারপাশে দেখি চাঁদের উঁকা উঁকি।
তোমার জন্য পাতাঝরা মন সতেজে ভরে ওঠে,
তোমার জন্য উদ্যানজুড়ে পুষ্পের কলি ফোটে
তোমার ছোঁয়ায় সূর্যোদয়ের আসুক নতুন ভোর,
তটিনীর পাড়ে পদ্ম হাসুক, দূর হোক যত ঘোর।
তোমার জন্য রবের কাছে দু’হাত সপে দেওয়া
তোমার জন্য ভুবনের সব ভালোবাসা লুফে নেওয়া।
ভালো থাকো তুমি সারাটা সময় এই কামনা করি
জীবনখানি যাক বয়ে যাক নিয়ে সুখের তরী।