পথ ভুলে যাওয়ার পর দিগন্তের মুখোমুখি বসে
যার কথা ভাবি, সে হচ্ছে তুমি!
অমল প্রাসাদের মত্ততা যাকে বিমুখ করেছে
অনিবার্য মৃত্যু থেকে, তবুও ঘৃণার নর্দমা নির্মাণে
আজও মদদ প্রার্থনা করে যাচ্ছো অন্তহীন—
যেখানে অসংখ্য জোনাকি আলো শূন্যতায়
নিভৃতে আত্মহত্যা করেছে!
এই মৃত্যুর উসিলায় হৃদয়ের বিনীত নিবেদন,
সাদা মেঘের শীতলতা গ্রহণ করো
হে আলোর প্রজাপতি— যাতে ক্ষুধার্ত দুপুরের
উত্তাপ সহ্য করে কিছুটা প্রণয় বিলাতে পারো!