বিষাক্ত ব্যঞ্জন মাখা সময় আস্বাদনে
ধীরে ধীরে নীল হয় বিরহী ডাহুক
বজ্রাহত ডাহুকী গোনে মৃত্যুর প্রহর
উড়ন্ত হিংস্র শিকারি ঈগল অপেক্ষায়
অল্প দূরে শিয়ালের হুক্কাহুয়া ডাক যেন
কিয়ামতের হুইসেল
চিৎকারে বাতাসে কম্পন তোলে
ভীতসন্ত্রস্ত অবুঝ ডাহুক ছানা
যেন আঁধারে মিশে যাওয়া
শুধুই নিষ্ঠুর সময়ের খামখেয়ালি।