সময়টা এখন, জোর করে আদায় করে নেওয়ার!
সে দান, অনুদান, হোক না প্রতিদান;
নিতে হবে প্রেম, পেতে হবে ভালোবাসা,
প্রয়োজনে সংবাদ সম্মেলন ডেকে
পড়ে শোনাতে হবে নির্লজ্জতার নির্ভুল দলিল।
কে কী ভাবল, সে ভাবনা নাই বা ভাবা হলো!
সুযোগের সদ্ব্যবহার করাটাই আসল,
ন্যায়-অন্যায়ের হিসাব কে করবে?
যার যেমন ইচ্ছে, নিয়মটা এখানে তেমনই;
সুদে-সুদ বসানোর এ দাতব্য অনুকম্পালয়ে।