খুব যতনে পুষে রাখা কিছু সোনালি স্বপ্ন
বুকের গহিনেই ডুবে থাকে,
কিন্তু মাঝে মাঝে খুব করে জেগে ওঠে,
সাঁতরে সাঁতরে পাড়ে এসে মাথা উঁচু
করে দেখতে চায় ভোরের আলোক রশ্মি।
সংসারের উপবিধি কিছু নারীর স্বাবলম্বী-
হওয়ার লালিত স্বপ্নের অকাল মৃত্যু ঘটায়।
বুকের ভেতর আহত রক্তাক্ত স্বপ্নের
আর্তনাদ কেউ কি শুনতে পায়?
ছটফট করতে করতে একসময়
খুব নীরবেই হয় রঙিন স্বপ্নের দাফন,
ক্ষত-বিক্ষত হৃদয়ই শুধু শুনতে পায়
এই মহা দীর্ঘশ্বাসের কাঁপন।