গুমোট সময়: আকাশের উঠোনে-
সে কার বিরহী মুখ
সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন
কোথাও বুক ফাটিয়ে কাঁদছে কেউ
ভুল পথে শুধু
মানুষের প্রতিশ্রুতি ভঙ্গের কোলাহল
বাড়ছে বেঁচে থাকা মানুষের নিঃসঙ্গ যাপন,
কোথাও কি অনুবাদ হচ্ছে ভালো কিছুর
শুধু মন্দা সময় মানুষের পায়ে পায়ে
পথ ভেসে যায় গৃহস্থালি ভেসে যায়
কাজল জলে ভাসে যুবতী আকাশ,
ভুল পথে এগোচ্ছে সময়ের পা
রোদ্দুরে চিল প্রতিশ্রুতি ভুলে
উড়ে যায় অন্য বাড়ি
শুধু স্মৃতিকথার বিষণ্ন দিনগুলো
ভাঙা কাচ টুকরোর মতো পড়ে আছে বুকের ভেতর।