![হাতিরঝিল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার](uploads/2024/08/28/Rahanuma-Sarah-1724821531.jpg)
রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এক পথচারী। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহানুমা সারাহ জিটিভির নিউজরুম এডিটর ছিলেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।
সারাহকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর সংবাদমাধ্যমকে জানান, রাত পৌনে ১টার দিকে হাতিরঝিলের প্রথম ব্রিজের নিচে লেকে ভাসমান অবস্থায় ছিলেন ওই নারী। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত তাকে বনশ্রীতে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কীভাবে লেকের পানিতে ডুবে গেছেন তা জানাতে পারেননি সাগর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
অমিয়/