ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

রাজধানীতে নারী সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৪ পিএম
রাজধানীতে নারী সাংবাদিকের মৃত্যু নিয়ে রহস্য
নিহত সাংবাদিক রাহনুমা সারাহ

রাজধানীর হাতিরঝিল এলাকায় সাংবাদিক রাহনুমা সারাহর (৩২) মরদেহ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হাতিরঝিলের পানিতে মরদেহ ভাসতে দেখে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারাহ বেসরকারি চ্যানেল জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ঢামেক হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সারাহর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানতে পারেনি পুলিশ। মৃত্যুর আগে মঙ্গলবার রাত ১২ টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন সারাহ। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে তিনি কয়েকটি ছবিও পোস্ট করেন। যেখানে ছবিতে ফাহিমও রয়েছেন। ট্যাগ করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি, খুব শিগগির তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি, আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন।

লেখা শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। তার ১ ঘণ্টা আগে আরেক পোস্টে রাহনুমা লেখেন, ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।’ ওই পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কপালে পতাকা বাঁধা কয়েকটি ছবিও যুক্ত করা হয়। 

পুলিশ জানিয়েছে, সারাহর মৃত্যুর বিষয়টি তারা তদন্ত করছেন। বিশেষ করে হাতিরঝিলে তিনি কি রাতে একাই গিয়েছিলেন, নাকি কেউ তাকে সেখানে নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশ পারিপার্শ্বিক অবস্থা ও সার্বিক বিষয় বিবেচনায় রেখেই তদন্ত করছে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানাধীন সড রেস্টুরেন্টের সামনে হাতিরঝিল চক্রাকার বাস কাউন্টারের উল্টাপাশে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন পথচারীরা। সাগর নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়া মো. সাগর নামে ওই পথচারী ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ওই নারীকে লেকে ভাসতে দেখেন পথচারীরা। কিন্তু কেউ তাকে উদ্ধার করতে চাচ্ছিলেন না। পরে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেছে, পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সরেজমিনে গেলে সড রেস্টুরেন্টের লোকজন জানান, রাতের বেলায় ওই এলাকায় লোকজন কম চলাচল করে। তারা মরদেহ উদ্ধারের বিষয়টি পরে জেনেছেন।

সারাহর স্বামী সায়েদ শুভ্র খবরের কাগজকে জানান, সাত বছর আগে তারা বিয়ে করেছেন। তাদের বিয়েতে দুই পরিবারের মত ছিল না। তিনি আরও বলেন, মঙ্গলবার সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি। পরে জানতে পারি সে হাতিরঝিলে পানিতে ঝাঁপ দিয়েছে। বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছিল। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স সম্পন্ন করব বলে কথা ছিল। কিন্তু সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাজী অফিসে যাওয়া হয়নি। তিনি দাবি করেন সারাহর সঙ্গে তার কোনো ঝগড়া হয়নি।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সারাহ বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ? আমার প্রশ্নের উত্তরে সে বলে ‘আমি ব্যস্ত আছি’। এরপর সারাহ ফোন রেখে দেয়। শুভ জানান, তারা কল্যাণপুরের একটি বাসায় ভাড়া থাকতেন।

এদিকে, সারাহর মৃত্যুর পর তার বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। তার এক বন্ধু নাজমুস সাকিব ফেসবুকে লিখেছেন, সারাহ অনেক দিন থেকে ডিপ্রেশনে ভুগছিলেন। চিকিৎসাও নিয়েছিলেন। সবাই তাকে আশ্বস্ত করেছিল যে তিনি ঠিক হয়ে যাবেন।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সারাহর বাবা বখতিয়ার শিকদার মেয়ের মরদেহ গ্রহণ করেন। দুপুর ১ টার দিকে মরদেহের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ফারহানা ইয়াসমিন। তিনি সারাহর মরদেহের একাধিক টিস্যু সংগ্রহ করেন।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ তার মৃত্যুর কারণ জানাতে পারবে বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বোনের মধ্যে সারাহ ছিলেন ছোট। জানাজা শেষে তাকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কৃষ্ণপুর এলাকায় দাফন করা হবে। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খবরের কাগজকে জানান, হাতিরঝিল লেকের পানিতে এক নারীর নিথর দেহ ভাসছিল। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার করুন: ডিআরইউ

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার করুন: ডিআরইউ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি

সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের করা মানহানির সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেশ টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এটা গ্রহণযোগ্য নয়। সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারেন। তা না করে মামলা করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা মাত্র। অবিলম্বে হত্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মামলা করে, তলব করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। আমরা সাংবাদিকদের পাশে সব সময় আছি। প্রতিবেদন প্রকাশের জেরে কোনো সাংবাদিককে তলব করা যায় না। দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বেশি করে প্রতিবেদন তৈরি করতে হবে।’ এই মামলা খারিজ করে দিতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি শুকুর আলী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে মানহানি মামলা ও তলব করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এ ছাড়া হত্যা মামলাও হচ্ছে। যারা জড়িত নন তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনসহ দুই জনের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাহমুদ শরীফসহ তিনজনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে ওরিয়ন গ্রুপ।

এ ছাড়া ডিআরইউর স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন লিটনকে সংবাদ প্রকাশের জেরে তলব করা হয়েছে।

ইনডিপেনডেন্ট ও দেশ টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
ইনডিপেনডেন্ট ও দেশ টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার শাহমুদ শরীফসহ ইনডিপেনডেন্ট টিভির ৫ সাংবাদিকের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপ ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে। এ ছাড়া দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও প্রতিবেদক সাহদাত নিশাদের বিরুদ্ধেও ৭০০ কোটি টাকার ২টি মানহানির মামলা করেছে ওরিয়ন গ্রুপ। এসব মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মানহানি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউ নেতারা বলেন, এই মামলার মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টা মাত্র।

সাংবাদিকদের মানববন্ধন

এদিকে দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম  ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎকেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে।

 

সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
অঘোর মন্ডল

সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বর্ষীয়ান এই ক্রীড়া সাংবাদিকের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা যায়, অঘোর মন্ডল দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। ফলে তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

নব্বইয়ের দশকে ভোরের কাগজ দিয়ে তার ক্রীড়া সাংবাদিকতার শুরু। এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। সবশেষ তিনি এটিএন নিউজের বার্তা সম্পাদক ছিলেন।

অমিয়/

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই
রুহুল আমিন গাজী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন রুহুল আমিন গাজী। তাকে গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জামায়াতের শোক 

রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে মঙ্গলবার দুপুরে দলের আমির ডা. শফিকুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা শহিদুল ইসলাম।

সালমান/ 

খবরের কাগজ সম্পাদকের সঙ্গে বাংলাদেশ কংগ্রেস নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
খবরের কাগজ সম্পাদকের সঙ্গে বাংলাদেশ কংগ্রেস নেতাদের সাক্ষাৎ
দৈনিক খবরের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কংগ্রেস নেতারা

বহুল প্রচারিত দৈনিক খবরের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাড. মো. ইয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে খবরের কাগজ কার্যালয়ে পত্রিকাটির সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কংগ্রেসের নির্বাহী সদস্য সেলিম রেজা বাচ্চু।

সাক্ষাৎকালে খবরের কাগজের কাছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান কাজী রেজাউল হোসেন। 

এ সময় পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘খবরের কাগজ সব সময় সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর।’

সালমান/