ঢাকা রিপোর্টার্স ইউনিটি
সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের করা মানহানির সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দেশ টিভি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, ওরিয়ন গ্রুপের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এটা গ্রহণযোগ্য নয়। সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে প্রেস কাউন্সিলে অভিযোগ করে প্রতিকার চাইতে পারেন। তা না করে মামলা করা গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা মাত্র। অবিলম্বে হত্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের কাজ। মামলা করে, তলব করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। আমরা সাংবাদিকদের পাশে সব সময় আছি। প্রতিবেদন প্রকাশের জেরে কোনো সাংবাদিককে তলব করা যায় না। দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বেশি করে প্রতিবেদন তৈরি করতে হবে।’ এই মামলা খারিজ করে দিতে আদালতের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি শুকুর আলী বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে। সংবাদ প্রকাশের জেরে মানহানি মামলা ও তলব করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এ ছাড়া হত্যা মামলাও হচ্ছে। যারা জড়িত নন তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনসহ দুই জনের বিরুদ্ধে ৭০০ কোটি টাকা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাহমুদ শরীফসহ তিনজনের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
এ ছাড়া ডিআরইউর স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন লিটনকে সংবাদ প্রকাশের জেরে তলব করা হয়েছে।