ঢাকা ২৭ মাঘ ১৪৩১, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
English
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু , সম্পাদক জহির

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু , সম্পাদক জহির
মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও জহুরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে ১৮ জানুয়ারি সন্ধ্যায় ১৩  সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জহুরুল ইসলাম এর পরিচালনায় এক জরুরি সভায় সবার সম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনিত করা হয়। 

পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল,  দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনিত করা হয়। 

এর আগে বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান।

এসময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকল সদস্যরা।

ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মহসীন, সম্পাদক বাবুল

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মহসীন, সম্পাদক বাবুল
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন (বায়ে), সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী নির্বাচিত হন।  

নির্বাহী সদস্য পদে ৪ জন নির্বাচিতরা হলেন শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম ও কাজল হাজরা।  

অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৭২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৬৩টি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

আরএফইডি’র হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ সাংবাদিক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
আরএফইডি’র হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৩ সাংবাদিক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন তিন সাংবাদিক। তিন ক্যাটাগরিতে এই পুরস্কারপ্রাপ্তরা হলেন- প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক ইত্তেফাকের সাইদূর রহমান, টিভি মিডিয়া ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিশনের মাহমুদুল হাসান পারভেজ এবং অনলাইন ক্যাটাগরিতে বিডি২৪ লাইভ ডটকমের মেহেদী হাসান হাসিব।  

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাওয়ের নির্বাচন ভবনে আরএফইডি’র এই অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি ইকরামুল হক সায়েম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। 

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলিস/মাহফুজ

 

আরএফইডির নেতৃত্বে জেবেল-রাব্বানী

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
আরএফইডির নেতৃত্বে জেবেল-রাব্বানী
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশে প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচনে অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক পদে মো. আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে- ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত, জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন কালের কণ্ঠের সিটি এডিটর কাজী হাফিজ এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আরএফইডির সাবেক সভাপতি ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান। 

এলিস/এমএ/

শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ এএম
শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি রবিন, সম্পাদক শুভ
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ফেব্রুয়ারি) বেলা ৩টায় শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন। কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র ও দপ্তর সম্পাদক নুর আলম।

এ ছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে সৈকত মাহাবুব, মো. মোফাজ্জল হক ও সাগর হোসেন জাহিদ নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবিপ্রবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি নুরুল ইসলাম রুদ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র: কাদের গনি চৌধুরী

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম
সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র: কাদের গনি চৌধুরী
নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি: খবরের কাগজ

সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এসবের বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছে। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়। আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না।’

কাদের গণি চৌধুরী বলেন, ‘সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। সততা না থাকলে সাংবাদিকতা থাকে না। সাংবাদিকের কলমের শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার না করলে জাতির সর্বনাশ ঘটে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো অজুহাত নয়। গণমানুষের মনের কথা পত্রিকার পাতায় পাতায় তুলে ধরতে হবে।’

তিনি বলেন, ‘জনগণ দাস সাংবাদিকতাকে মনে-প্রাণে ঘৃণা করে। তাদের আত্মসমর্পণকে ঘৃণা করে। তাই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্পাদক-সাংবাদিকদের নির্ভীক, নির্লোভ ভূমিকা পালন করতে হবে। একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের চিত্র।’

তিনি আরও বলেন, ‘কারও চোখ রাঙানোকে তোয়াক্কা না করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার চিত্র প্রত্যক্ষ করতে হয়। মানুষের সমস্যার কথা তুলে ধরার দায়িত্ব পালন করতে হয়। অনেক বাধা বিপত্তির মধ্যে সাংবাদিকদের দিন যায়। ক্ষমতাধরদের রক্তচক্ষু উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়।’

শহিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান-বিজ্ঞান চর্চা ও মানবিক চেতনা বিকাশের কেন্দ্র এবং নীতি-নৈতিকতা, দায়-দায়িত্ব ও বুদ্ধি-বিবেকের আধার। তাই সৃজনশীল গণমাধ্যম ও সম্মানজনক পেশা হিসেবে সংবাদপত্র অগ্রগণ্য। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সাহসী, সংবেদনশীল ও নির্মোহ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও গণসম্পৃক্ত সার্বক্ষণিক পেশা সাংবাদিকতা।’

তিনি বলেন, ‘সংবাদপত্রের লক্ষ্য ও উদ্দেশ্য হলো দল নিরপেক্ষ সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র যতবেশি নিরপেক্ষ হবে এবং সাংবাদিকরা যত বেশি নির্ভীক ও সৎ হবে দেশ ও জাতির তত বেশি মঙ্গল হবে। আর সেজন্যই তো সাংবাদিকদের সমাজের অতন্দ্র প্রহরী বা ‘গেট কিপারস’ বলা হয়।’

আবু সালেহ আকন বলেন, ‘সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। সংবাদপত্রকে প্রমাণ করতে হবে কারও প্রতি পক্ষপাত নেই, কারও বিরুদ্ধে বা কারও পক্ষে কোনো অ্যাজেন্ডা নেই। সেটা সম্ভব হলেই সর্বস্তরের পাঠক সেই পত্রিকাকে গ্রহণ করবেন। গণমাধ্যমকে সব সময় মনে রাখতে হবে, সেই অন্যকে সুন্দর ও সঠিক পথে প্রভাবিত করবে। কিন্তু নিজে কখনো ইচ্ছার বিরুদ্ধে অন্যের দ্বারা প্রভাবিত হবে না। অন্যায়-অসত্যের কাছে নতি স্বীকার করবে না।’

খুরশীদ আলম বলেন, ‘অধিকাংশ গণমাধ্যম গত ১৭ বছর ফ্যাসিবাদের তাঁবেদারি করেছে। যাচাই না করে মনগড়া রিপোর্ট এখনো লিখা হচ্ছে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাবানের স্বার্থ ও দ্বন্দ্ব থাকে। কিন্তু সেটাকে অতিক্রম করে সংবাদপত্রকে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হয়। অনুপ্রেরণা জোগাতে হয়। তাই বিরুদ্ধ পরিবেশেও সংবাদপত্রকে শক্ত হয়ে জনতার পক্ষে দাঁড়াতে হয়। জনমত গড়তে হয়। রাষ্ট্র বা সরকার জনমতের কাছে নত হয়। তাই জনতার স্বার্থে সংবাদপত্র ও সাংবাদিককে এগিয়ে আসতে হয় অবিরাম-অবিরত।

নিরাপদ নিউজের প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন,সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও লিটন এরশাদ প্রমুখ।

সুমন/