ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই দুটি উপজেলায় ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রানীশংকৈল উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন।
দুই উপজেলায় ২৫১টি কেন্দ্রে ৬ লাখ ৭০ হাজার ৫৬৬ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন উপলক্ষে দুই উপজেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার। এ ছাড়াও মাঠে রয়েছে বিজিবি, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাদা পোশাকের পুলিশ।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি খবরে কাগজকে বলেন, প্রশাসন অত্যন্ত তৎপর। ভোট দিতে কোথাও কোনো সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম।
আরেক ভোটার ফজিলা খাতুন বলেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। আমরা চাই একজন যোগ্য ব্যক্তিকে বাছাই করতে। যিনি আমাদের উপজেলার উন্নয়ন করবেন।
নবীন হাসান/জোবাইদা/অমিয়/