ঢাকা ২৪ আষাঢ় ১৪৩১, সোমবার, ০৮ জুলাই ২০২৪

পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৪, ০৯:৩৪ পিএম
পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী 'পদ্মা সেতু' প্রকল্পের সমাপনী সুধী সমাবেশে অতিথিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ছবি: পিএমও

পদ্মা সেতুকে ‘গর্বের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে। এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের 

গত দুই বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবার মতো সন্তুষ্টি ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না। কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়।’ 

বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণের যুগান্তকারী সিদ্ধান্তের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শুধু এটুকু বলতে চাই, এই একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত মর্যাদা দিয়েছে। আগে যারা কথায় কথায় আমাদের ওপর খবরদারি করত, ভাবখানা ছিল এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, সেই মানসিকতাটা বদলে গেছে। মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলত পারে। এটাই সব থেকে বড় পাওয়া।’ 

প্রধানমন্ত্রী বলেন, “আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে আমরা ২০২১-৪১ পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করেছি, পাশাপাশি উন্নত জীবনের জন্য নেদারল্যান্ডসের সঙ্গে চুক্তি করে ‘ডেল্টা পরিকল্পনা-২১০০’ প্রণয়ন ও বাস্তবায়নও আমরা শুরু করে দিয়েছি।” 

পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। আমরা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের টাকায় সেতুটি নির্মাণ করেছি।’

শেখ হাসিনা বলেন, ‘যখন সবাই না করেছে, আমি তখন বলেছি, আমি করব। সে সময় দেশের জনগণ আমার সঙ্গে ছিল। আর আজকে সেই পদ্মা সেতুর কাজ শেষ করতে পেরেছি, যা আমার দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে। আল্লাহর কাছে সত্যিই কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে।’  

তিনি বলেন, ‘এই পদ্মা সেতুটি একটি জটিল স্ট্রাকচার। কারণ আমাজনের পরে সব থেকে খরস্রোতা হচ্ছে এই পদ্মা নদী। এই জটিল পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, কখনো নদীর পাড় ভেঙেছে, নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, একে একে সবকিছু অতিক্রম করে আমরা এই সেতুটি নির্মাণ করেছি। পদ্মা নদীকে দুই কূলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সঙ্গে যারা জড়িত, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিবেদিত কর্মচারী, দেশি-বিদেশি প্রকৌশলী, জাতীয় ও আন্তর্জাতিক পরামর্শক ও বিশেষজ্ঞরা, নিরাপত্তার তদারকিতে সেনাবাহিনী এবং পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারি সংস্থা এবং নির্মাণশ্রমিকরা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাতেই আজ আমি এখানে এসেছি।’ 

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে দুর্যোগে মৃত্যুবরণকারী এবং সেতুর কাজে সম্পৃক্ত ছিলেন এবং প্রয়াত, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এবং প্রকৌশলী, গবেষক ও বিজ্ঞানী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে পদ্মা সেতুর ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জুলাই মুন্সীগঞ্জের মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন এই স্থানে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রমতে, মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার। ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)। গত দুই বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে। চলতি বছরের ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে যান চলাচল করেছে প্রায় ১৯ হাজার। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।

মানবিক কার্যক্রমেও র‌্যাব : মহাপরিচালক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম
মানবিক কার্যক্রমেও র‌্যাব : মহাপরিচালক
ছবি : খবরের কাগজ

র‍্যাব অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত রেখেছে। বিশেষ করে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় র‌্যাবের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 

সোমবার (৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান শেষে এসব কথা বলেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।  তার অন্যতম কারণ দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে র‍্যাব অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত রেখেছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ব্যাপারে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযানের মাধ্যমে দেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল হয়েছে। যার ফলে দেশে এখন সুন্দর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেটের আয়োজনে ‘আর্ত মানবতার সেবায় র‍্যাব’ এই স্লোগানে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, র‍্যাব-৯ সিলেটের অধিনায়ক কমান্ডার মমিনুল হক, র‍্যাব-৯ সুনামগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফয়সাল আহমদ ও  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী প্রমুখ। 

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:১৪ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১০:১৪ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সোমবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সূত্র অনুসারে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৪৭ জন। 

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের গণমাধ্যমগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার (৮ জুলাই) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতারা। খবর বাসসের।

প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম যেন একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়, এ ব্যাপারে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পান, সেটি নিয়েও সরকার কাজ করছে।’ তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। ওই চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গণমাধ্যম কর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায়, সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করে তাদের মতামত নেওয়া হচ্ছে। শ্রম আইনের আওতায় গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পান, সেটি বিবেচনা করা হবে।’ 

এ সময় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

সাংবাদিকের ওপর আ.লীগ নেতা রাসেলের হামলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম
সাংবাদিকের ওপর আ.লীগ নেতা রাসেলের হামলা
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদুল আসাদ রাসেল। ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম। আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদুল আসাদ রাসেল এ হামলা করেন। অভিযুক্ত রাসেল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে।

ভূক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রফিকুল ইসলাম সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান। সম্মেলন শেষে সরকারের গুরুত্বপূর্ণ চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা বের হওয়ার সময় এক প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন রফিকুল। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন রাসেল ও তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর সদস্যরা। তারা উপর্যুপরি কিল-ঘুষি দিতে থাকে। এসময় উপস্থিত কয়েকজন সাংবাদিক এ ঘটনার প্রতিবাদ জানান। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এগিয়ে আসার পরে রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে সরে পরে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহমুদুল আসাদ রাসেল সবার কাছে মাস্তান রাসেল হিসাবে পরিচিত। রাজবাড়ী জেলার নেতা হলেও বসবাস করেন ঢাকায়। এক সময়কালে বিএনপির ছাত্র সংগঠন ‘ছাত্রদলে’ রাজনীতি করলেও ক্ষমতার পালাক্রমে পুরদমে আওয়ামী লীগের নেতা বনে জান রাসেল। এখন সার্বক্ষণিক অবস্থান করে আওয়ামী লীগ অফিসে। দলের এক সিনিয়র নেতাকে (শীর্ষ) দেন বিশেষ ‘প্রটোকল’। ওই নেতার ছত্রছায়ায় গড়ে তুলেছেন ‘বিশেষ প্রটোকল’ বাহিনী। আওয়ামী লীগের নেতারা গাড়ি থেকে নামলেই এই প্রটোকল বাহিনী কার্যালয়সহ বিভিন্ন সভা-সমাবেশে পৌঁছে দেন। 

রাসেলের ব্যক্তিগত ‘ফেসবুকে’ নেতাদের প্রটোকল দেওয়ার ছবিও নিয়মিত শেয়ার করেন। পরে বিভিন্ন সময় নেতাদের কাছ থেকে নেন বিশেষ সুবিধা। এই রাসেলসহ প্রটোকল বাহিনীর সকলের বিরুদ্ধে তদবির বাণিজ্য, দলীয় নেতাকর্মী এবং পেশাদার সাংবাদিক হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। 

ধানমন্ডির কার্যালয়ে সারাদেশে থেকে আগত নেতাকর্মী এমনকি অনেক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও দুর্বব্যবহার করে রাসেল। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মরতরাও তার ওপর নানা কারণে ক্ষুব্ধ। সর্বশেষ সোমবার রাসেলের হামলার শিকার হলেন সাংবাদিক রফিকুল ইসলাম। রাসেল ও তার বাহিনীর বিরুদ্ধে বিচার চেয়ে আওয়ামী লেীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার মৌখিকভাবে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

রাজু/এমএ/

র‍্যাবের মিডিয়া উইংয়ে নতুন পরিচালক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৪, ০৯:০৯ পিএম
র‍্যাবের মিডিয়া উইংয়ে নতুন পরিচালক
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। বর্তমানে তিনি র‌্যাব-৫-এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন।

গতকাল রবিবার (৭ জুলাই) র‍্যাবের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে বদলি করে বরিশাল র‌্যাব-৮-এর অধিনায়ক করা হয়েছে। তিনি চলতি সপ্তাহে দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। র‌্যাব-৫-এর দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে মুনীম ফেরদৌসের বেশ কয়েকটি অভিযান প্রশংসিত হয়। তার মধ্যে অন্যতম ২০ কোটি টাকা হাতিয়ে দুবাই পালানোর চেষ্টাকালে এনজিও পরিচালককে গ্রেপ্তার। এ ছাড়া ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার। ১০ আগ্নেয়াস্ত্রসহ শ্বশুরবাড়িতে জামাই গ্রেপ্তার। নারীদের বাড়িতে নিয়ে ধর্ষণকারী আলমগীর রয়েল আর ভিডিও ধারণকারী তার স্ত্রী হেলেনা খাতুনকে গ্রেপ্তার। তা ছাড়া গোদাগাড়ীতে মাটি খুঁড়ে তিন কেজি হেরোইন উদ্ধার অভিযান উল্লেখযোগ্য।