ঢাকা ৫ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২০ জুলাই ২০২৪

সরকারের ওপর আস্থাহীনতার কারণে আন্দোলন হচ্ছে: জি এম কাদের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০১:০৭ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১০:০২ এএম
সরকারের ওপর আস্থাহীনতার কারণে আন্দোলন হচ্ছে: জি এম কাদের
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: খবরের কাগজ

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকার যেটা বলছে, সরকারি লোকরাই আস্থা রাখতে পারছে না। দেশের সরকারের ওপর আস্থাহীনতার কারণে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে। এ আন্দোলন যৌক্তিক ও সমর্থনযোগ্য।’

সোমবার (৮ জুলাই) বিকেলে রংপুর এসে সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দুদিনের সফরে তিনি রংপুরে আসেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না। সরকার তাদের অনুগতদের চাকরিতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে। আর এ জন্য ছাত্ররা আন্দোলন করছে।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন। সরকারের সঙ্গে তারা সব সময় থাকেন এবং সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেন। সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু এর পরও শিক্ষকরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছেন।

জি এম কাদের বলেন, ‘তিস্তা প্রকল্প বিষয়টি সরকার জটিল করে তুলেছে। আমরা বিভিন্নভাবে বাইরের শক্তির ওপর নির্ভরশীল হয়েছি। সরকার জনগণের স্বার্থ চিন্তা না করে নিজেদের ক্ষমতায় থাকার চিন্তা করেছে। যদি পদ্মা সেতু ঋণ নিয়ে তৈরি করা হয়, তবে কেন তিস্তা মহাপরিকল্পনা ঋণ নিয়ে করা হবে না। এটি হলে গোটা দেশের মানুষ উপকৃত হবে।’ 

রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান রানা/এমএ/

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সমন্বয়ক নাহিদ

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:৫১ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৮:৫১ পিএম
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন সমন্বয়ক নাহিদ
ছবি: সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

মো. নাহিদ ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। এর দায় সরকারেরই। সরকার আলোচনার কোনো পরিস্থিতি রাখেনি। যদি এখনো আইনশৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে সরানো না হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কেবল কোটা সংস্কার করলেই ফয়সালা হবে না। প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দাবি কর্ণপাত করেনি ৷ আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের প্রচেষ্টা করছে। এখন সংলাপের নামে, দাবি আদায়ের নামে নতুন প্রহসন করছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, ‘সকল ছাত্র হত্যার বিচার করতে হবে। ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ করতে হবে। শহিদদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। সরকারকেই সমাধানের পথ বের করতে হবে।’

নাহিদ বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্রদের পাশে থাকুন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান থাকবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন। বাংলাদেশে গণহত্যা চলছে।’

‘আমাদেরকে আজকে রাতের মধ্যেই গ্রেপ্তার অথবা গুম করে ফেলতে পারে। আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন। সবাই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটা ক্যাম্পাসে প্রবেশ করুন।’- লেখেন নাহিদ।

এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোটা সংস্কারে আমরা নীতিগতভাবে ঐকমত্য পোষণ করি। যেকোনো সময় এ নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি।’

খাজা/এমএ/

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন স্থগিত
পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত গতকাল বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে সংবাদ সম্মেলন স্থগিতের কারণ জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের নির্ধারিত স্পেন ও ব্রাজিলে ভিভিআইপি সফরের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তের পর পরবর্তী সময় জানানো হবে।’

সংশ্লিষ্টরা জানান, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে ২১ জুলাই মাদ্রিদ যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে আগামী ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাওয়ার কথা রয়েছে তার।

মোবাইলের পর এবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বিঘ্নিত

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম
মোবাইলের পর এবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বিঘ্নিত

মোবাইল ইন্টারনেটের পর এবার ধীর গতিতে পাওয়া যাচ্ছে দেশের ব্রডব্যান্ড ইটারনেট সেবাও। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৫টার পর থেকে ব্রডব্যান্ড ব্যবহারে ধীরগতির এ অভিযোগ ওঠে। 

এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে গ্রাহকপর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএবি) এর সভাপতি ইমদাদুল হক খবরের কাগজকে বলেন, ‘রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের পাশে দূযোর্গ ব্যবস্থাপনার ভবনে আগুন লাগায় আন্ডারগ্রাউন্ডে থাকা আমেদের কিছু কেবল পুড়ে গেছে। এর ফলে আমরা ৪০ শতাংশ ডাটা পাচ্ছি না। এ কারণে আমাদেরকে ৬০ শতাংশ ডাটা দিয়ে সার্ভিস দিতে হচ্ছে।’ 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার অভিযোগ করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ব্যবহারকারীরা। এরপর গত বুধবার মধ্যরাত থেকে ফোরজি কাভারেজ সীমিত করায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যত বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট। অনেকে অভিযোগ করেন, তারা ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘচেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছিলো না বলেও অভিযোগ ওঠে। সে সময় বেশ কয়েকটি মোবাইল অপারেটরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছিলেন সরকারি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এ বিষয়ে (কোটা আন্দোলন) সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব, মিথ্যা, অপপ্রচার করাটাকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে একটি গোষ্ঠী। তাই জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাইবার নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

পলক বলেন, ‘শুধু দেশের ভেতর নয়, বাইরে থেকেই কিছু কনটেন্ট পোস্ট করা হচ্ছে। তার মানে টাকা দিয়ে মিথ্যা তথ্যটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র, এটা আমরা যখন দেখছি তথ্য–উপাত্ত, গোয়েন্দা সংস্থার সব বিশ্লেষণ, তখন আমরা মনে করেছি, দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু করার সক্ষমতা আছে, সেটা করা দরকার। যেমন পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে, তেমনি আমরা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার প্ল্যাটফর্মে চেষ্টা করছি, জাতীয় নিরাপত্তা ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই।’

‘ইন্টারনেটে গতি কমিয়ে দেওয়া হবে’ এমন ঘোষণা আগে ছিল কী না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির প্রয়োজনীয়তার স্বার্থে, গোয়েন্দা সংস্থার প্রয়োজনে, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারব। 

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, কোথা থেকে কারা এই অর্থায়ন করছে, কোথা থেকে কারা এই কনটেন্ট তৈরি করছে, তার জন্য আমরা ফিজিক্যাল ও ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব।’

তিনি বলেন, ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার কারণে সাময়িক যে ক্ষতি ও অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। সেটা মেনে নিয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিথি/এমএ/

 

খাদ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও ভেজাল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সুপারিশ

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম
খাদ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও ভেজাল নিয়ন্ত্রণে কর্তৃপক্ষকে সুপারিশ
ছবি: সংগৃহীত

খাদ্য ব্যবস্থাপনায় বিদ্যমান অনিয়ম দূর করতে খাদ্যপণ্যে ভেজাল নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত, অপচয় রোধ এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা দূর করতে কর্মপন্থা নির্ধারণের সুপারিশ করেছে সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়। 

এছাড়া দেশের খাদ্য গুদামগুলোতে নিরাপত্তা প্রহরী নিয়োগে আউটসোর্সিং না করে সরাসরি নিয়োগের পক্ষে সুপারিশ করেন কমিটির নেতারা। কারণ কমিটি মনে করেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত নিরাপত্তা প্রহরী খাদ্য বিভাগে নিয়োজিত হলে সরকারি সম্পদ চুরি, দুর্বৃত্তদের সঙ্গে স্থানীয়দের যোগসাজশে সরকারি সম্পদের আত্মসাৎ ও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এসময় খাদ্য অপচয় রোধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক নানা প্রচারণার কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এস এ কে একরামুজ্জামান ও দ্রৌপদী দেবী আগরওয়ালা উপস্থিত ছিলেন। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

এলিস/এমএ/

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয় : ডিবিপ্রধান

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম
আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয় : ডিবিপ্রধান
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।’

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ডিবিপ্রধান।

হারুন অর রশীদ আরও বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেব না।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সকাল থেকে উত্তপ্ত ঢাকা। পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পুলিশ বক্স। রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। সব মিলিয়ে উত্তাল ঢাকায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

খাজা/সালমান/